কুষ্টিয়া: জেলায় লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাট পোড়াদহে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ী নেতারা দাবী করেন, এই হাটে ১২শ ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান। লকডাউন চলতে থাকলে এরা সবাই না খেয়ে মারা যাবে। তাই অবিলম্বে এই লকডাউন প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে পোড়াদহ ব্যবসায়ী সমিতির সভাপতি, হাজী নুরুদ্দীন মন্ডল, সহ-সভাপতি বাদশা আলম, নাসিম সাইগল মুন্না, কোষাধ্যাক্ষ রবি বিশ্বাস, প্রচার সম্পাদক বাবুল হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ দিকে বেলা সাড়ে ১২ টার দিকে লকডাউন বাতিলের দাবীতে সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কুষ্ঠিয়ার এনএস রোডের ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। ঘন্টাব্যাপী ব্যবসায়ীরা এই বিক্ষোভ শুরু করে শহরের বঙ্গবন্ধুর চত্বরে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবী মানা না হলে আরও কঠোর হুঁশিয়ারি দেন তারা।
আগামীনিউজ/মালেক