সেতু নির্মাণে স্বপ্ন পূরণ কয়েক গ্রামের মানুষের

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২১, ০৪:০৯ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর: জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কুটিপাড়া স্কুলের পিছনে একটি সেতু নির্মাণ হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কয়েক গ্রামের মানুষের।

দীর্ঘদিনের স্বপ্নের  সেতুটি বাস্তবায়ন হওয়ায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এই  সেতুটি  নির্মাণ হওয়ায় আমাদের কয়েক গ্রামের মানুষ  চলাফেরা করতে পারবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় সেতুটির অভাবে  দুর্ভোগ ছিল কয়েক গ্রামের মানুষের । এই সেতুটি বাস্তবায়ন হওয়ায় তাদের মুখে হাসি আর বুক ভরা আনন্দ। 

স্বপ্নের সেতুটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের জন্য কাজ করছে। এক সময় সেতুর অভাবে বন্যায়  দুর্ভোগ ছিল তাদের। আজ এই ছোট্ট সেতুটি নির্মাণ হওয়ায় কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ অনেকটা  কমেছে।  

পীরগাছা  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, দুর্যোগ ও ত্রাণ  বিভাগ থেকে সেতুটি ২৮ লক্ষ দশ হাজার টাকা ব্যায়  নির্মাণ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সেতুটি  নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুছ সবুর আকন্দ বলেন, আমার বাসা এখানেই আমার দীর্ঘদিনের চিন্তা চেতনা ছিল যেখানে একটি ব্রিজ হবে সেটি বাস্তবায়ন হতে পেরে আমি খুব আনন্দিত শুধু তাই নয় এই এলাকার মানুষ এখানে ব্রিজ পেয়ে নিঃসন্দে চলাফেরা করতে পারবে। 

এ সময়  উপস্থিত ছিলেন পীরগাছা থানার ওসি আব্দুল আজিজ,ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন,উপ-সহকারী প্রকৌশলী(প্রকল্প) তৌহিদুল ইসলাম,ঠিকাদার বাবলু মিয়া প্রমুখ। 

আগামীনিউজ/মালেক