মাদারীপুরে দ্বিতীয় দিনের লকডাউন ঢিলেঢালা

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর প্রতিনিধি এপ্রিল ৬, ২০২১, ০৪:০৫ পিএম
ছবি: আগামী নিউজ

মাদারীপুর: জেলায় লকডাউনের দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে চলছে। লকডাউনে সাধারণ মানুষের মধ্যে তেমন কোন সচেতনতা লক্ষ্য করা যায়নি। স্বাভাবিক দিনের মতো কাজকর্ম ও চলাফেরা করতে দেখা গেছে অনেককে।  

শহরে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে যদিও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। লকডাউন মানার জন্য সচেতন করতে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তেমন কোন উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি। তবে শহরের বিভিন্নস্থানে জনগণকে সচেতন করতে মাইকিং করতে দেখা গেছে।

শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন জাগায় দোকান-পাট খোলা রয়েছে। শহরে বাস ছাড়া অন্যান্য গণপরিবহনের চলাচল স্বাভাবিক দেখা যায়। সাধারণ জনগণের মধ্যে সারা পাওয়া যায়নি লকডাউনের শর্ত মানার প্রতি তেমন কোন আগ্রহ। শহরের কিছু গার্মেন্ট ব্যবসায়ীয় দোকান বন্ধ রখেছেন। এছাড়া অধিকাংশ দোকান- পাট খোলা আছে। এমনটি বিভিন্ন স্থানের খাবার হোটেল বসে খাচ্ছে মানুষ এদিকে চায়ের দোকানেও মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে লকডাউন মানাতে সাধারণ মানুষদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। 

এছাড়া, শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে সরকারি ঘোষণার লকডাউনের প্রতি বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

আগামীনিউজ/মালেক