রংপুরে স্বেচ্ছাসেবক লীগের  মাইকিং ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২১, ০৩:১৮ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর: করোনা সংক্রমণ বাড়ায়  স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। 

মঙ্গলবার (৫এপ্রিল) বেলা ১০টার দিকে রংপুর মহানগরীর সাতমাথায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং পথচারী, দোকানদার, অটো রিক্সা-ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক, ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন,মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী,৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী সুমন, মোঃ আলী সহ রংপুর মহানগর ও ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বলেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের যেকোন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে ।

আমরা গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমরা সচেতনতা বৃদ্ধিতে মাইকিং,লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি সেই ধারাবাহিকতায় এবারও আমরা গত চারদিন থেকে শুরু করছি। এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

আগামীনিউজ/মালেক