শীতলক্ষ্যায় লঞ্চ ডুবে মারা গেছেন যারা 

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৫, ২০২১, ১০:২৫ পিএম
সংগৃহীত

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহি লঞ্চের ২৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার হয়। 

বিআইডব্লিউটিএর ফায়ার সার্ভিসের সবশেষ তথ্যমতে ২৯ জনের মরদেহ তারা উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের কোর্টগাও এলাকার উত্তর চর মসুরার পখিনা (৪৫), একই এলাকার বিথী (১৮) ও তার এক বছর বয়সী মেয়ে আরিফা, দোলা বেগম (৩৪), মুন্সীগঞ্জ সদরের রুনা আক্তার (২৪), মোল্লাকান্দির সোলেমান বেপারী (৬০) ও তার স্ত্রী বেবী বেগম (৬০), মালপাড়ার সুনিতা সাহা (৪০) ও তার ছেলে বিকাশ (২২), সদরের প্রতিমা শর্মা (৫৩), মোল্লাকান্দি চর কিশোরগঞ্জের মোঃ শামসুদ্দিন (৯০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৬৫), বরিশালের উটরা উজিরপুরের হাফিজুর রহমান (২৪), তার স্ত্রী তাহমিনা (২০) এবং এক বছর বয়সী শিশুপুত্র আবদুল্লাহ, মুন্সীগঞ্জের দক্ষিণ কেওয়ারের নারায়ন দাস (৬৫) ও তার স্ত্রী পার্বতী দাস (৪৫), নারায়ণগঞ্জের বন্দরের কল্যান্দী এলাকার আজমির (২) (ঘটনার সময় সে দাদা সাইফুল ইসলামের সঙ্গে ছিলো, দাদা সাইফুল বেঁচে গেছেন), মুন্সীগঞ্জ সদরের শাহ আলম মৃধা (৫৫), একই এলাকার মহারানী (৩৭), ঢাকার শনির আখড়া এলাকার আনোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী মাকসুদা বেগম (৩০) ও তাদের ৭ মাস বয়সী মেয়ে মানসুরা, মুন্সীগঞ্জ সদরের ছাউদা আক্তার লতা (১৮), শরিয়তপুরের নড়িয়ার আবদুল খালেক (৭০), ঝালকাঠির কাঁঠালিয়ার মোছাঃ জিবু (১৩), মুন্সীগঞ্জের খাদিজা বেগম (৫০), নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিন সাবদির নুরু মিয়ার ছেলে মোঃ নয়ন (১৯) ও সাদিয়া (১১)।


আগামীনিউজ/মালেক