নবাবগঞ্জে মানছে না লকডাউন, চলছে গাড়ি !

মো. শামীম, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি এপ্রিল ৫, ২০২১, ০৮:০৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করলেও ঢাকার নবাবগঞ্জে মানছে না অনেকেই। স্বাভাবিক অন্যান্য সময়ের মত চলছে। শুধু বাস ছাড়া, সিএনজি, ইজিবাইক, পিকাপ, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে লকডাউনের প্রথমদিন সকাল থেকে। এমনকি পথচারীরাও চলছে স্বাভাবিকভাবে। নেই স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া চলতে দেখা গেছে অনেকেই কে।

লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজু। দুপুরে নিউ জেলা পরিষদ মার্কেটে ৮ দোকান এবং চৌরাস্তা এলাকায় ৫ জন পথচারীকে ৯৯০০ টাকা অর্থদন্ড দেন। পরে কোমরগঞ্জ, আগলা ও বান্দুরা বাজারে অভিযান পরিচালনা করেন। নিত্যপণ্য ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে জনসমাগম ঠেকাতে একইদিন সকালে স্বাধীনতা ভাস্কার্য এলাকায় উপজেলা আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে জনসচেতনতায় কাজ করেন নেতাকর্মীরা।

এসময় তারা ৩’শত মাস্ক বিতরণ করেন এবং সচেতনামূলক বার্তা পৌছে দেন।

আগামীনিউজ/এএস