পঞ্চগড়ে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২১, ০৭:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

পঞ্চগড় : পঞ্চগড়ে মার্কেট খোলা রাখার দাবিতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। সোমবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় ব্যবসায়ীরা পঞ্চগড় শেরে-বাংলা পার্ক বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করে। ঘন্টা খানিক সড়ক অবরোধে শহরের মাকের্টের ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেয়।

প্রশাসন সুত্র জানা যায়,বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে লকডাউনে বাজার তদারকিতে যায়। এসময় আলহাজ্ব ক্লথ স্টোর নামে আব্দুল হান্নানের কাপড়ের দোকান খোলা দেখে সেখানে গিয়ে তাদের বন্ধের নির্দেশ দেয়। 

এসময় দোকানদার ও কর্মচারীরা ঢাকা থেকে মালামাল এসেছে বলে জানান। 

অন্যদিকে মোবাইলকোর্ট অভিযানে সাথে থাকা পুলিশ সদস্য হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে সকলকে দ্রুত চলে যাওয়ার নির্দেশে মাইকিং করলে বাইরে থেকে কয়েকজন লোক ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটসহ পুলিশদের কিছুটা ধাক্কা ধাক্কি করে লাঞ্চিত করে। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সকলকে বুঝিয়ে চলে আসেন।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা মামলার ভয়ে কিছু সময় পর পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে মহাসড়কে ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। ব্যবসায়ীদের নামে মামলা যেন না হয় এবং মার্কেট খোলা রাখা হয় সে বিষয়ে সকলেই বিক্ষোভ করতে থাকে।

পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

আগামীনিউজ/মালেক