একুশে পদকপ্রাপ্ত বিনয়বাঁশী জলদাসের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২১, ০২:৪৮ পিএম
ছবিঃ আগামী নিউজ
চট্টগ্রামঃ উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
 
এ উপলক্ষে সোমবার ৫ এপ্রিল সকাল দশটায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আব্দুল হামিদ, অর্ধেন্দু বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সাংবাদিক ইয়াসিন চৌধুরী।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র-সহ-সাধারণ সম্পাদক বিধান দাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ দোলন জলদাশ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, নির্বাহী সদস্য কালীপদ দাস, নীলা দাস (মণি), রত্না নাথ (জয়া), উৎপল দাশ (নয়ন) শিমু দাস প্রমুখ।
 
আগামীনিউজ/এএস