বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ন পয়েন্টগুলিতে আজ রোববার ( ৪ এপ্রিল) দিনভর জনগনের ভিড় এবং কেনাকাটায় ব্যস্ততা লক্ষ্য করা গেছে। সোমবার ( ৫ এপ্রিল) হতে লকডাউনের খবরে নিজেদের প্রয়োজন সম্পন্ন করতে সকাল থেকেই শহরে ভিড় জমায় মানুষজন।
উপজেলার আক্কেলপুর রোড ও তালোড়া রোডে জনগনের ভিড় ছিল লক্ষ্যনীয়। তাছাড়া উপজেলার বিভিন্ন শপিং মল, ফুটপাতের দোকান এবং কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে অন্য দিনের তুলনায় কয়েকগুন বেশি। ব্যাংকিং লেনদেনেও বিভিন্ন ব্যাংকে ছিল অস্বাভাবিক ভিড়।
জোবেদা মার্কেটের দোকানি সোহেল জানায়, আজ সারাদিন বেচাকেনা হয়েছে অন্য দিনের তুলনায় ৪ গুন।
ক্রেতা হাবিব জানায়, লকডাউন সাত দিনের অধিক কার্যকর হতে পারে, তাই আগে থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখছি। বিশেষ করে, সামনে রোযা তাই মুড়ি, ছোলা, খেজুর, আটা কিনে নিলাম বেশি পরিমানে।
উল্লেখ্য, সোমবার ( ৫ এপ্রিল) হতে সাতদিনের জন্য লকডাউনে যাচ্ছে সারাদেশ।
আগামীনিউজ/মালেক