অভিনব কায়দায় ঝিনাইদহে গহনা ছিনতাই

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি এপ্রিল ৩, ২০২১, ০৪:০০ পিএম

ঝিনাইদহ: অভিনব কায়দায় শহরের হাসান ক্লিনিকের সামনে থেকে রেখা সুলতানা (৫৫) নামে এক গৃহবধুর দেড় লাখ টাকার সোনার গহনা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি উপ-শহরপাড়ার সাবেক সেনা সদস্য আব্দুস সাত্তারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে। 

রেখা সুলতানা জানান, তিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এলাকা থেকে কাঁচা বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় নুর মোহাম্মদ মাষ্টারের বাড়ি গলির মধ্যে ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারী রেখাকে জানায় তাদের মা খুবই অসুস্থ। সাহায্য দরকার। এ ভাবে নানা কথাবার্তায় ভুলিয়ে রেখাকে হাসান ক্লিনিকের সামনে নিয়ে যায়। প্রাই দুই ঘন্টা তাকে এদিক সেদিক ঘুরিয়ে এক পর্যায়ে রেখার কানের দুল, হাতের চুরি ও গলার হার খুলে নিয়ে চম্পট দেয়। 

সাবেক সেনা সদস্য আব্দুস সাত্তার জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। এটা হয়তো ছিনতাইকারীরা আগে থেকেই জানতো। আর এই সুযোগটি ছিনতাইকারীরা কাজে লাগিয়ে সব কিছু ছিনিয়ে নিয়েছে। 

ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান খবর নিশ্চিত করে আগামী নিউজকে  জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সিসি ক্যামেরার সহায়তায় ছিনতাইকারী চক্রকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছেন।

আগামীনিউজ/মালেক