হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২১, ১১:৩০ এএম
ফাইল ফটো
কুষ্টিয়াঃ শুক্রবার (২ এপ্রিল) কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কুষ্টিয়ার খোকসার নতুন ৪ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে খোকসা উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রেমাংশু বিশ্বাস জানান নতুন আক্রান্ত এদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি আমবাড়িয়া, খোকসা বাজার এবং একতারপুর।
এছাড়াও গত ২৯/০৩/২০২১ তারিখে আরো ১ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তিনি খোকসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
তিনি আরো বলেন, আজ শুক্রবার ৫ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।
অর্থাৎ ২/০৪/২০২১ তারিখ পর্যন্ত খোকসার করোনার আপডেটঃ মোট আক্রান্তঃ ১৮৩ জন। সুস্থঃ ১৫৫ জন। বর্তমানে আইসোলেশনঃ ২২ জন আছেন। এ পর্যন্ত ৬ জন মৃত্যু বরণ করেছেন।
জবাবে তিনি বলেন হাসপাতালের আউটডোর এবং ইনডোরে ঠান্ডা এবং সর্দী জনিত অনেক রোগী বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ২'শ থেকে আড়াই'শো জন রোগী আউটডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এলাকাবাসীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন এবং সেইসাথে বাহিরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা গণজমায়েত পরিহার করুন। মাস্ক ব্যবহার করুন।