২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি এপ্রিল ২, ২০২১, ০৬:৩৮ এএম

যশোর: গত বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ২৮ কাউন্সিলর প্রার্থীর।

নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেয়া প্রতিটি ওয়ার্ডে মোট ভোটের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ ভোট কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ।

বুধবার যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৬০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রদত্ত ভোটের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ এর কম ভোট পাওয়ায়  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। 

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, ২ নম্বর ওয়ার্ডে অনুব্রত সাহা মিঠুন (১৫৫ ভোট), তপন কুমার ঘোষ ( ৪৬৭ ), ওসমানুজ্জামান চৌধুরী সাকিব (২৩১), জাহিদুল ইসলাম (৪৮০)।

 ৩ নম্বর ওয়ার্ডে উম্মে মাকসুদা মাসু (৩১৮), ওমর ফারুক ( ৪৩)। ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মঈন উদ্দীন (১২১)। ৫ নম্বর ওয়ার্ডে মোকছেদুর রহমান ভুট্টো ( ৫৭৮), মিজানুর রহমান বাবলু (২৪৩), হাবিবুর রহমান চাকলাদার (২৯৫), শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেল (৩৮৭)।

৬নম্বর ওয়ার্ডে  আশরাফুল হাসান (৩৯৪)  আনিসুজ্জামান (৯৫), ৭নম্বর ওয়ার্ডে আবু শাহজালাল (৫২৮) শামসুদ্দিন বাবু (৩৮৯), ৮নম্বর ওয়ার্ডে ওবাইদুল ইসলাম রাকিব ( ৫৯৭)।

৯ নম্বর ওয়ার্ডের খন্দকার মারুফ হুসাইন (৫৯৪), আবু বক্কর সিদ্দিক (২৬১) শেখ শহিদ ( ১১০) স্বপন কুমার ধর (১৯৭), শেখ ফেরদৌস ওয়াহিদ ( ৭৫৮)।

সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের  সেলিনা খাতুন (৪২৪), রুমা আক্তার (৯৭৬),  রোকেয়া বেগম (৯৪২) সান ই শাকিলা আফরোজ (১৭৯৭), সুফিয়া বেগম (১৪০৮) । তবে ১ নম্বর ওয়ার্ডে কারো জামানত বাজেয়াপ্ত হয়নি।

আগামীনিউজ/মালেক