দুপচাঁচিয়ায় আমশট্ট গ্রামের শহীদ মিনারের বেহাল দশা

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি  এপ্রিল ১, ২০২১, ০৬:৩৭ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: দুপচাঁচিয়া উপজেলায় গ্রামীন পর্যায়ে প্রথম স্থাপিত শহীদ মিনার বেহাল হয়ে পড়েছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমশট্ট গ্রামে নব্বই দশকে স্থাপিত শহীদ মিনার দীর্ঘ সময়ের পরিক্রমায়  বেহাল হয়ে পড়ায় সংস্কারের দাবী গ্রামবাসীসহ স্থানীয়দের। 

গ্রামবাসী ও স্থানীয়দের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, নব্বই সালের গোড়ার দিকে আমশট্ট গ্রামে গোবিন্দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মান কাজ শুরু হয়। সে সময় ওই নির্মাণ কাজের ঠিকাদারের নিকট গ্রামবাসি একটি শহীদ মিনার নির্মানের জন্য সহযোগিতা কামনা করেন। এরই প্রেক্ষিতে গ্রামবাসি ও ঠিকাদারের সহযোগিতায় আমশট্ট গ্রামের হাটখোলা নামক স্থানে শহীদ মিনার নির্মিত হয়।

উল্লেখ্য যে, উপজেলা সদরের বাইরে গ্রামীন পর্যায়ে প্রথম শহীদ মিনার আমশট্ট গ্রামে নির্মিত হওয়ায় নব্বই দশক থেকে ওই গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ২১ শে ফেব্রয়ারী সহ স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করে আসছে। তাছাড়া আমশট্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারের নিকটবর্তী হওয়ায় ছাত্র-ছাত্রীরাও ধারাবাহিকভাবে শহীদ মিনারের গুরুত্ব ও তাৎপর্য সমন্ধে জানতে পারছে। দীর্ঘ সময়ের ব্যবধানে শহীদ মিনারটিতে বড় বড় ফাটল সৃষ্টি হলে গ্রামবাসীদের সহযোগিতায় সংস্কার করা হয়।  কিন্তু বর্তমানে শহীদ মিনারটি আরও নাজুক হওয়ায় অস্তিত্বসংকটের সৃষ্টি হয়েছে।

আমশট্ট গ্রামের দেওয়ান আবু হেলাল বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই মিনারটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।

গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, উপজেলায় গ্রামীন পর্যায়ে প্রথম নির্মিত শহীদ মিনার হওয়ায় এটি স্থানীয়দের নিকট ঐতিহ্য হিসাবে দাড়িয়েছে। শহীদ মিনারের নাজুক অবস্থা এলাকাবাসীদের মর্মাহত করছে। তিনি  দ্রুত শহীদ মিনারটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

আগামীনিউজ/মালেক