শেরপুরে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার, আটক ১

শেরপুর জেলা প্রতিনিধি এপ্রিল ১, ২০২১, ০৫:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

শেরপুর: জেলার নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল সহ হেমন্ত সাংমা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

আটক হেমন্ত সাংমা নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের থমাস সাংমার ছেলে । 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বছির আহামেদ বাদল বলেন, কালো রংয়ের স্কুল ব্যাগ সাথে নিয়ে হেমন্ত সাংমা অবস্থান করছিলেন। তখন পুলিশ তার ব্যাগ ও দেহ তল্লাসী করে ৮টি মদের বোতল এবং ৫১ টি ফেনসিডিলের বোতল উদ্ধার করে। 

আটক হেমন্ত সাংমা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আগামীনিউজ/মালেক