বগুড়া: জেলার আদমদিঘীতে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আদমদিঘী উপজেলার চাটখইর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদিঘী উপজেলার চাটখইর গ্রামের মো. ছামসুল শেখের ছেলে আজাদুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে আব্দুর রব (৩১)।
র্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, অভিযানে ৫শ গ্রাম গাঁজা, ২টি মোবাইল,৩টি সীমকার্ড ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে আদমদিঘী থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আগামীনিউজ/মালেক