মাকে হত্যার দায়ে

বগুড়ায় দুই ছেলে ও দুই পুত্রবধূর যাবজ্জীবন

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মার্চ ৩১, ২০২১, ০৯:২৫ পিএম

বগুড়া: জেলার শিবগঞ্জে জহুরা বেওয়া(৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে তার দুই ছেলে এবং দুই ছেলের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩১ মার্চ) বিকালে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিসেস ইসরাত জাহান ওই রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বড় ছেলে জহির উদ্দিন (৪৫) ও তার স্ত্রী রেহেনা বিবি (৪০), মেজ ছেলে ইয়াছিন আলী (৪২) এবং তার স্ত্রী রহিমা বিবি (৩৫)। 

রায়ে বিচারক দণ্ডিত ৪জনের ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদেরকে ৬ মাসের কারাদণ্ডেরও আদেশ দেন। রায় ঘোষণার সময় ওই ৪ আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ৭০ বছর বয়সী স্ত্রী জহুরা বেওয়ার তিন ছেলে ছিল। প্রায় এক যুগ আগে ২০০৮ সালে তিনি তার মালিকানাধীন ৪০ শতাংশ জমি ছোট ছেলে জসিম উদ্দিনের নামে লিখে দেন। এতে অপর দুই ছেলে জহির উদ্দিন এবং ইয়াছিন আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে ২০০৮ সালের ৭ জুলাই তারা তাদের মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ পাশের পতিত জমিতে ফেলে রাখে। 

পরদিন খবর পেয়ে লাশ উদ্ধার করে। এরপর নিহত জহুরা বেওয়ার ছোট ছেলে জসিম উদ্দিন তার বড় দুই ভাই এবং তাদের দুই স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ এনে শিবগঞ্জ থনায় মামলা করেন। তিন মাসেরও বেশি সময় তদন্তের পর পুলিশ ওই ২০০৮ সালের ১৯ অক্টোবর ওই ৪ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

আগামীনিউজ/মালেক