জয়পুরহাটে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

জয়পুরহাট সংবাদদাতা মার্চ ৩১, ২০২১, ০৫:৫৫ পিএম
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট : আধুনিক জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালু হতে যাচ্ছে। এই ইউনিট চালু হলে কিডনি রোগীদের ডায়ালাইসিস এর জন্য আর জেলার বাহিরে যেতে হবে না। আগামী তিন মাসের মধ্যে এই ইউনিট চালু হবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

২০২০ সালের ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫টি ডায়ালাইসিস মেশিন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে দেওয়া হয়েছে। এই ৫টি মেশিনে একসঙ্গে ৫জন রোগীর ডায়লাইসিস করা যাবে। প্রায় ৬ মাস পর হাসপাতালের ৪র্থ চলায় ছোট কয়েকটি ঘরের পাটিশন ভেঙ্গে ডায়ালাইসিস ওয়ার্ড তৈরির জন্য ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে। 

মাস দেড়কের মধ্যেই কাজ শেষ হলেই ডায়ালাইসিস মেশিনের কাজ শুরু হবে। তারপর হবে ডাক্তার ও সংশ্লিষ্টদের ট্রেনিং। সব মিলিয়ে তিন মাসের মধ্যে শুরু হবে ডায়ালাইসিস।

জয়পুরহাট জেলার সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া  আগামী নিউজকে জানান যে, এতে কিডনি রোগীদের অবর্ণনীয় কষ্ট লাঘব হবে, হবে আর্থিক সাশ্রয় । জেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা চেয়ে প্রায় ৫০ জন কিডনি রোগী আবেদন করেছে। জয়পুরহাটে এর আগে ডায়ালাইসিসের কোন ব্যবস্থা না থাকায় রোগীরা ঢাকা, বগুড়া, রংপুর অথবা রোগীদের দেশের বাহিরে গিয়ে ডায়ালাইসিস করতে হতো।

আগামীনিউজ/মালেক