পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় পুড়লো ইউপি আ.লীগ কার্যালয়

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২১, ০৪:০৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

পিরোজপুরঃ সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়টি নির্বাচনী সহিংসতায় পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার ভোর রাতের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মাসুম খান রাজ। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ আরও অনেকে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আওয়ামীলীগের কার্যালয়টিতে আগুন লাগে। এ সময় অফিসের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। যাতে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম খান রাজ আগামী নিউজকে জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের এ কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের ২ লক্ষ ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনিকভাবে এ ঘটনার তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আবু জাফর আগামী নিউজকে জানান আমরা প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারনা করছি। আবার স্থানীয় সূত্রে অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানতে পেরেছি।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল আগামী নিউজকে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।

আগামীনিউজ/এএস