যুবকের প্যান্টের পকেটে মিলল ২৩ পিস অ্যাম্পুল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  মার্চ ৩০, ২০২১, ০৯:১৭ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার আদমদীঘির সান্তাহারে রমজান আলীকে (৩৪) নেশার অ্যাম্পুল ইঞ্জেকশানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তার বিরুদ্ধে থানায় ফের মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার সান্তাহার পৌর শহরের হাসপাতাল কলোনীর মৃত আলমের ছেলে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে চাবাগান হাসপাতাল কলোনীর রাস্তায় আসে মাদক ব্যবসায়ী রমজান আলী। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের দুই পকেটে ২৩ পিস অ্যাম্পুল ইঞ্জেকশান পাওয়া যায়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় ইতিপূর্বে আটটি মাদক মামলা রয়েছে। 

আগামীনিউজ/মালেক