ধুনটে সরস্বতী প্রতিমা ভাংচুর 

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মার্চ ৩০, ২০২১, ০৩:১১ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার ধুনট উপজেলায় রাধা গোবিন্দ মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩০মার্চ)  রাতে উপজেলার টেংরাখালী হালদারপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। 

হালদারপাড়ার বাসিন্দারা জানান, গ্রামের একমাত্র রাধা গোবিন্দ মন্দির, যেখানে সরস্বতী লক্ষী পুজা ও হরিবাসর অনুষ্ঠিত হয়।  ১৬ ফেব্রুয়ারি রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। পুজা শেষ হলেও সরস্বতী প্রতিমা বিসর্জন না দিয়ে মন্দিরে সংরক্ষণ করা হয়। সোমবার দিবাগত রাতে সুমতি হালদার নিজের বাড়িতে ছিলেন। এই সুযোগে আনুমানিক মধ্যরাতে ওই মন্দিরে দুর্বৃত্তরা সরস্বতী দেবীর প্রতিমার মাথা ভেঙে ফেলে। এছাড়া মন্দিরের ভিতরে থাকা সুমতি হালদারের কয়েকটি কাপড়ে অগ্নিসংযোগ করে। ভোরে গ্রামের লোকজন বিষয়টি দেখতে পান এবং পুলিশকে অবগত করেন।  

মঙ্গলবার (৩০) মার্চ বেলা ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানায় অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের নির্দেশে রাধা গোবিন্দ মন্দির থেকে ভাঙচুর হওয়া সরস্বতী প্রতিমাটি টেংরাখালী জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে।

রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি খোকা চন্দ্র হালদার বলেন, সোমবার দিবাগত রাত ৩টায় মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। এছাড়া মন্দিরের ছামিয়ানার কাপড় ও মন্দিরের সেবাদাসী সুমতি হালদারের কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের কিছু ক্ষতি হয়েছে। ভোরে গ্রামবাসী বিষয়টি দেখার পর পুলিশকে খবর দেওয়া হয়। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা মন্দিরে থাকা সরস্বতী দেবীর প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। গ্রামবাসীর সঙ্গে কথা বলে ভাঙচুর হওয়া প্রতিমাটি বিসর্জন দেওয়া হয়েছে। 

আগামীনিউজ/মালেক