রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২১, ০২:২৬ পিএম
ছবি: আগামী নিউজ

রাজশাহী: জেলায় অভিযানে মামুন (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে কোটি টাকার ১ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

সোমবার (৩০ মার্চ) রাতে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন দাসমারী এলাকায় অভিযান পরিচালনা র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

এ সময় ০১ কেজি ১শত গ্রাম (বাজার মূল্য ১ কোটির বেশি) হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক করেছে। গ্রেপ্তার কৃত মামুনুর রশিদ (মামুন) কাটাখালী থানার মোহনপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে । 

র‌্যাব-৫ সুত্র জানায়, তার বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় মাদক মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।

আগামীনিউজ/মালেক