নারায়নগঞ্জঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেনা রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে গত রোববার নাশকতার ঘটনায় ৬ (ছয়) টি মামলা হয়েছে৷ পুলিশ ও র্যাব বাদী হয়ে ৬ মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ২৫০০ শ' জনকে।
সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং ব়্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে৷ প্রত্যেক মামলায় ২৫-৩০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে৷
দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে আগামী নিউকে জানান, গত রাতে মামলাগুলো রুজু করা হয়েছে৷ ব়্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে৷ অপর একটি মামলা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা ও আহত করার অভিযোগে করা হয়েছে৷ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে ব়্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে৷ সকলকে আইনের আওতায় আনা হবে৷
রোববার হেফাজতের ডাকা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ছিল হরতাল সমর্থকদের দখলে নিয়ে তান্ডব চালায়৷ ঢাকা-চট্টগ্রাম মহসড়কে প্রায় ১৮টি যানবাহনে আগুন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ৷ দফায় দফায় বিজিবি-পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়৷
পুলিশের তথ্যমতে, এই সময়ের মধ্যে ১৮টি ট্রাক, বাস, কাভার্ডভ্যানে আগুন, নির্বিচারে যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধর করেছে হেফাজতের পিকেটাররা৷ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনপ্রায় ৪০০০ রাউন্ড গুলি (রাবার, সিসা, চাইনিজ রাইফেল) ও প্রায় দেড়শ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
আগামীনিউজ/এএস