বগুড়া: বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচন শুক্রবার (২৮ মার্চ) শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনা শেষে রাতে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
এতে ৪ হাজার ৪৬৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন বটগাছ প্রতীকের মো. আরিফুর রহমান মিলন। তার নিকটতম প্রতিদ¦ন্দ্বী মই প্রতীকের মো. ইছাহাক আলী সরকার পেয়েছেন ৩ হাজার ৩৪১ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুড়েঁঘর প্রতীকের মো. মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাইসাইকেল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ৭৩২ ভোট।
এছাড়া কার্যকরী সভাপতি পদে শাপলা ফুল প্রতীক নিয়ে কামাল হোসেন ৩ হাজার ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুস সাত্তারক ছাদেক ছাতা প্রতীক নিয়ে পান ৩ হাজার ১৪৯ভোট।
এছাড়া সহ সভাপতি পদে এম এ মান্নান সরকার (হারিকেন), মো. আব্দুল মতিন শেখ (টেলিফোন), মো. মাজিদুল ইসলাম বাজতুল (ট্রাক) ও মো. সাজুদ আহম্মেদ (গরুর গাড়ী) নির্বাচিত হয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদে মো. কবির হোসেন (ষ্টিয়ারিং), মো. শাহীন শেখ (কলস), মো. জাহেদুল ইসলাম (জগ), ও আজাদুল হক স্বাধীন সরকার (ফুটবল) নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে মো. নুর নবী (বালতি), সাংগঠনিক সম্পাদক পদে আশাদুল ইসলাম (চাবি), সমামজকল্যাণ সম্পাদক পদে মো. চাঁন মিয়া (আনারস), সড়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (তালা) ও সোহেল রানা (সিএনজি) নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মান্নান সরকার (হাঁস), সহ দপ্তর সম্পাদক পদে মো. জয়েন আলী (মোটর সাইকেল), সহ সমাজকল্যাণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম (বেলচা), সহ প্রচার সম্পাদ পদে রাজু আহম্মেদ (গামছা) ও সহ যোগাযোগ সম্পাদক পদে জাহিদ খান রকি (একতারা) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু জানান, শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাত ২ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে।
আগামীনিউজ/মালেক