সান্তাহারে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মার্চ ২৮, ২০২১, ০৮:৪০ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার আদমদীঘির সান্তাহারে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেনসিডিলসহ সোহেল (২৬) ও দ্বীপক (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার  (২৮ মার্চ) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে
পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-  নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের হাবিবুল রহমানের ছেলে সোহেল ও নওগাঁ সদরের চকদেবপাড়ার মৃত রাধা কৃষ্ণের ছেলে দ্বীপক ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, রবিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মাদক ব্যবসায়ী সোহেলের দেহ তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে মাদক বিক্রেতা দ্বীপক ও তার এক সহযোগি কার্টুনে রেখে ফেনসিডিল বিক্রি করছিল।

অভিযান চালিয়ে কার্টুনে রাখা ৩১ বোতল ফেনসিডিলসহ দ্বীপককে গ্রেপ্তার করতে পারলেও অন্যজন কৌশলে সটকে পড়ে।

আগামীনিউজ/মালেক