মাগুরাঃ জেলার মহম্মদপুরের চালিমিয়া গ্রামে আজ রবিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জালাল মোল্যা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। নিহত জালাল মোল্যা চালিমিয়া গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জালাল মোল্যা ছেলে আহত ইমরান মোল্যা জানান, একই গ্রামের আকিদুল মোল্যার সাথে তাদের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে রবিবার সকালে আকিদুলের নেতৃত্বে তার দলবলসহ জালাল মোল্যার ভোগদখলীয় জমি দখল করতে আসে। এ সময় তাদের বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।
হামলাকারীদের আঘাতে জালাল মোল্যাসহ ১০জন আহত হয়। গুরুতর আহত জালাল মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে জালাল মোল্যা মারা যান।
এ ঘটনায় আহত ইসমাইল মোল্যা (২৮), ইমরান মোল্যা (৩৫), খোকন (৩৫), আলাউদ্দিন (২২), আশিক (২০), আকবার শেখ (৬০), হালিম (৬৫), হাকিম শেখ (৬০), আকিদুলকে (৪০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস আগামী নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরিফ, আকবর ও নাঈম নামে ৩ জনকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/এএস