ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি মার্চ ২৮, ২০২১, ০৬:০০ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছেন।
 
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ৯টি পদের বিপরীতে ৩৫৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
 
বিকালে  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
 
নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী আব্বাস-কাজল পরিষদ থেকে সভাপতি পদে ২৬৮ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে মোঃ আব্বাস আলী বিশ্বাস, সহ সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৩০৭ ভোট পেয়ে গরুর গাড়ি প্রতীকে কাজল বসু,  সহ সাধারণ সম্পাদক পদে মো. শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্কাস আলী মোল্যা, অর্থ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মিন্টু, বৃহত্তর প্রশাসন, নির্মাণ ও কৃষি বিভাগীয় সদস্য পদে মোঃ শরীফুল ইসলাম, পরিবহন ও রসায়ন বিভাগীয় সদস্য পদে মোখলেচুর রহমান, যান্ত্রিক ও বিদ্যুত বিভাগীয় সদস্য পদে সুভাষ চন্দ্র কর, নির্বাচিত হয়েছেন।
 
আগামীনিউজ/এএস