সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই আগুনে পুড়ে চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসষ্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া গামী কাপড়বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৬১১৩২) সাথে বিপরিত দিক থেকে আসা ফিড বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো -ট-২০৭০৫০) মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় জনতা ট্রাকের ভিতরে আটকে পড়া লোকজনকে বের করার চেষ্টা করলেও কাপড় বোঝাই ট্রাকটির সিলিন্ডার বিষ্ফোরণে মুহুর্তেই সম্পূর্ণ ট্রাকে আগুন লেগে যায়। এতে নিরুপায় জনতার চোখের সামনেই, আটকে পড়া ড্রাইভার সহ ভস্মীভুত হয় ট্রাকটি।
খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে । নিহত ট্রাক চালক মদন চুয়াং (৪৫) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া গ্রামের গোপাল চুয়াং এর পুত্র। এছাড়া হেলপার মেহেদী হাসান সবুজ (৩৫) গুরুতর আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহজাহান আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন পুড়ে মারা যায়। এছাড়া আরেক হেলপার আহত হন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে।
আগামীনিউজ/মালেক