শনিবার রাতে শৈলকুপার সাধুহাটি চামটাইলপাড়া মোড়ে এ ঘটনা ঘটেছে।
শৈলকুপা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার অমল কৃষ্ণ জানান, সাধুহাটি চামটাইলপাড়া ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবরে তাৎক্ষনিক দুটি গাড়ী নিয়ে ৭মিনিটের ব্যবধানে ৭ কিলোমিটার গিয়ে ঘটনাস্থলে পৌঁছান । কিন্তু কতিপয় ব্যাক্তি বিলম্বে পৌঁছার অজুহাতে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটায়।
এ সময় গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম, ফায়ারম্যান রাকিবুল ইসলামসহ তাদের তিন কর্মী আহত হয়। হামলাকারীদের লাঠির আঘাতে গাড়ীর একটি লুকিং গ্লাস ভেঙ্গে যায়। আহত তিন জনের মধ্যে রাকিবুল ইসলামকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম থানায় একটি জিডি দায়ের করেছেন।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, শনিবার রাতে ফায়ার সার্ভিসের গাড়ী ও তাদের কর্মীদের উপর হামলার ঘটনায় থানায় একটি জিডি দায়ের হয়েছে।
আগামীনিউজ/এএস