যবিপ্রবিতে নানা অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি মার্চ ২৭, ২০২১, ০৮:১৯ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। অনুষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল ছিলো উল্লেখযোগ্য। 

শনিবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। 
যবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনসমূহও একইসময়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বিভিন্ন ধরনের দৌঁড়, ভলিবল, ফুটবলসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘পৃথিবীতে কখনো আমদানিনির্ভর জনশক্তি দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। যদি এমন হতো তাহলে মধ্যপ্রাচ্য, আমেরিকা কিংবা জাপানের চেয়েও ধনী ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে হলে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। 

যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুর রউফ, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক