বগুড়ায় আগুনে পুড়ে ৪ দোকান ছাই 

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি মার্চ ২৭, ২০২১, ০৩:২২ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার শেরপুরে দিনে দুপুরে আগুনে পুড়ে চারটি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

শনিবার (২৭ মার্চ) বেলা ১০টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজার এলাকায় এক দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, মুহুর্তের মধ্যেই আগুনে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের তুলার দোকান, রবিউল ইসলামের কাপড়ের দোকান, বাবলু মিয়ার ঔষধের দোকান ও সুবল চন্দ্র শীলের সেলুনের দোকানের টিনশেড ঘর সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। 

ঘরমালিক হানিফ উদ্দিন জানান, তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিস আসতে দেরী করায় স্থানীয় এলাকাবাসী চেষ্টা করলেও ৪টি দোকানের সবকটিই পুড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর দিতে দেরী করায় আমরা ঘটনাস্থলে যাবার পুর্বেই ওই চারটি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আমরা উদ্ধার দেখিয়েছি ৫ লাখ টাকার সম্পদ। 

আগামী নিউজ/মালেক