মাগুরা: জেলায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উত্তরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি বের হয়। পরে কালেক্টরেট মাঠে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক প্রমুখ।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে ৩৬টি স্টলে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ‘রূপকল্প ও ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ে সেমিনারের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের নিয়ে উন্নয়ন বিষয়ক কুইজ, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীনিউজ.মালেক