চট্টগ্রামঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধী বিক্ষোভ ঢাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ শেষে বিক্ষোভ পুলিশি বাধা ও মুসুল্লিদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে উত্তর চট্টগ্রামের হাটহাজারী থানা ঘেরাও করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
এসময় পুলিশের গুলিতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (২৬ মার্চ) শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঢাকার বায়তুল মোকাররমে মোদী বিরোধী মিছিলে পুলিশ ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে হাটহাজারী মডেল থানা ভাঙচুর চালায়।
এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে এতে অন্তত ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এই মূহুর্তে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা হাটহাজারী মহাসড়ক ও রাঙ্গামাটি সড়কসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছে।
আগামীনিউজ/এএস