ঝিনাইদহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালিত
এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মার্চ ২৬, ২০২১, ০৪:১০ পিএম
ছবিঃ আগামী নিউজ
ঝিনাইদহঃ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস।
শুক্রবার সকাল সাড়ে ৬ টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।
এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচী পালন করে প্রথমআলো বন্ধুসভা।
এসময় শহরে চলাচলকারী ইজিবাইক, ভ্যান, রিক্সা চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচীতে প্রথমআলো বন্ধুসভা ঝিনাইদহের সভাপতি শাকিব মোহাম্মদ আল হাসান, অনুষ্ঠান সম্পাদক আসিফ আল আফ্রিদী, সদস্য অতনুা বিশ্বাস, মায়িশা রহমানসহ অন্যানারা উপস্থিত ছিলেন।