শৈলকুপায় অবিরাম উন্নয়নে বাংলাদেশ’র স্বাধীনতা দিবস পালিত

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি মার্চ ২৬, ২০২১, ০২:২৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার শৈলকুপায় ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসাসহ ৪টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কাতলাগাড়ী ডিগ্রি কলেজ মাঠে কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, এতিম শিশুদের নগদ অর্থ, শিক্ষা সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে এক ইসলামী সংগীতের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবক ও অবিরাম উন্নয়নে বাংলাদেশ সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ উজ্জল আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া হাফেজ মোঃ আলী আকবর, মাওলানা মুফতী মোঃ ইলিয়াস আলমগীর, আলহাজ¦ মোঃ আব্দুর গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষ করে এক ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে জীবন বিলিয়ে দেয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আগামীনিউজ/এএস