বালিয়াকান্দিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

অনিক সিকদার মার্চ ২৬, ২০২১, ০১:১১ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও  সকাল ৮. ১৫ মিনিটে বঙ্গবন্ধু ম্যুরালে গের্ব) উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দি উপজেলা কমান্ড, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮. ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সেখানে সীমিত পরিসরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলার নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ও বাালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান সালাম গ্রহন করেন।

এদিকে সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে অলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কবি সুকুমার রায় তার স্বরোচিত কবিতা “আমাদের খোকা জাতির পিতা” ও “ জ্ঞানী পড়ার জ্ঞানে” উপস্থিত সকলের মাঝে প্রদান করেন।

এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

আগামীনিউজ/এএস