মাগুরায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি মার্চ ২৬, ২০২১, ১২:২২ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ভোর সাড়ে ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সেখানে সীমিত পরিসরে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম সালাম গ্রহন করেন। একই স্থানে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।

এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। জেলা শিল্পকলা একাডেমীতে জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/এএস