চট্টগ্রামঃ একের পর এক কর্মসূচীর তারিখ পরিবর্তন ও শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ প্রত্যাহার করায় মাঠ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
চট্টগ্রামে বিএনপির কর্মসূচী আবারও পরিবর্তন করে আগামী (২৭ মার্চ) এর পরিবর্তে আজ (২৬ মার্চ) শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো ও স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
তৃণমূল পর্যায়ের চট্টগ্রাম মহানগরের দায়িত্বে থাকা কয়েকজন নেতৃবৃন্দ নাম প্রকাশ না করা শর্তে এই প্রতিবেদককে বলেন, এমনিতেই দলের সাংগঠনিক কাঠামো সিনিয়র নেতাদের গ্রপিংয়ের কারনে দূর্বল হয়ে পড়েছে।
তারপরও বিএনপির কোন কর্মসূচী ঘোষণা করলে তৃণমূল এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে দলের জন্য যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় কিন্তু বার বার ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করলে এতে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা সহ চার বিভাগে মহাসমাবেশের ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি।
সব গুলো সমাবেশ অনুষ্ঠিত হলেও চট্টগ্রামের সমাবেশটি একাধিক বার স্থগিত হয়েছে।
প্রথম সমাবেশের তারিখ নির্ধারণ করা হয় গত (১৩ ফেব্রুয়ারী) কিন্তু সমাবেশের আগে মহানগর বিএনপি অনিবার্য কারন দেখিয়ে সমাবেশ স্থগিত করার পর আবারও পুনরায় কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশের তারিখ নির্ধারণ করা হয় আগামী (২৭ মার্চ) শনিবার।
কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশের পরিবর্তে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানোর কর্মসূচী নিয়ে পুলিশের অনুমতি না পাওয়ায় ও বিএনপির কেন্দ্রীয় কমিটি গত (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের সকল কর্মসূচী আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করায় চট্টগ্রাম মহানগর, উত্তর, ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আপাতত বড় ধরনের চট্টগ্রামে বিএনপির কোন কর্মসূচী হচ্ছে না।
চট্টগ্রামে বিএনপির বড় কর্মসূচী প্রত্যাহার করা হলেও আজ (২৬ মার্চ) শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম শহরের ২ নাম্বার গেইট এলাকায় সকাল ১০,টায় বিপ্লবী উদ্যানে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আপাতত চট্টগ্রামে বিএনপির বড় কোন কর্মসূচী না থাকার বিষয় ও ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচী প্রত্যাহার করায় বিষয়টি আগামী নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন।
আগামীনিউজ/এএস