টাঙ্গাইলে গণহত্যা দিবস পালিত

শফিকুজ্জামান খান মোস্তফা ,টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ২৫, ২০২১, ০৮:৫৬ পিএম
ছবি: আগামী নিউজ

টাঙ্গাইল: ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। 

বৃহস্পতিবার (২৫ মার্চ)  সন্ধ্যায় জেলা সদরের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়। প্রথমেই জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর পর জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, সিভিল সার্জন, প্রথম আলো বন্ধু সভাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এর আগে শহরের ডিস্ট্রিক গেট থেকে মোমবাতি র‌্যালি বের করে প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী প্রমুখ।

আগামীনিউজ/মালেক