হবিগঞ্জে দুইটি পরিবারকে সমাজচ্যুত করে রাখার অভিযোগ 

হবিগঞ্জ প্রতিনিধি মার্চ ২৫, ২০২১, ০৮:১৫ পিএম
ছবি: আগামী নিউজ

হবিগঞ্জ: সদর উপজেলার বারা পইত গ্রামে দুইটি পরিবারকে সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। এমনকি তাদের সাথে কেউ কথা বলছেন না, তাদের কাছে গ্রামের বাজারের ব্যবসায়িরা কিছু বিক্রি করছেন না, তাদের কৃষি জমিতে সেচ দেয়াও বদ্ধ করে দেয়া হয়েছে। এতে নানা দুর্ভোগে পড়েছেন অসহায় পরিবারটি। কোন উপায় না পেয়ে প্রতিকার চেয়ে বুধবার (২৪ মার্চ) হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগটি দায়ের করেন ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের দুই ছেলে আয়ূব মিয়া ও ফরিদ মিয়া।

অভিযোগে তারা উল্লেখ করেন, সম্প্রতি তাদের বাবা মারা গেছেন। তাদের বাবা মারা যাওয়ার পর শিরনীর আয়োজন করেন তারা। এর মধ্যে শিরনির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছু দিন আগে তাদের বাবার মায়ের বোন এসে দাবি করেন তাদের এক মৃত ভাই তার কাছ থেকে টাকা এনেছিলেন জায়গা দেয়ার জন্য। ওই জায়গাটি এখন তিনি বুঝে পেতে চান। 

এক পর্যায়ে তিনি গ্রামের একশ্রেনির মুরব্বিদের হাত করে তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেন। এরই অংশ হিসেবে তুচ্ছ বিষয় নিয়ে এক ঘরে করে রেখেছেন গ্রামের মুরব্বি মো হিরা মিয়া, মো সনজব আলী, রমজান আলী, আলাই মিয়া । 

এক ঘরে রাখার কারণে তাদের সাথে কেউ কথা বলছেন না, তাদের কাছে গ্রামের বাজারের ব্যবসায়িরা কিছু বিক্রি করছেন না, তাদের কৃষি জমিতে সেচ দেয়াও বদ্ধ করে দেয়া হয়েছে। এতে মহা বিপর্যয়ে পড়েছেন অহসায় পরিবারটি।

আগামীনিউজ/মালেক