মাগুরা: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মাগুরার শ্রীপুরে ৫০ হিন্দু বাড়িতে ধর্মান্তরিত হওয়ার জন্য চিঠি দেয়ার ঘটনায় মাগুরায় মানববন্ধন সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, কেন্দ্রীয় নেতা পংকজ সাহা, পরিতোষ ঘোষ, উজ্জ্বল কুমার দত্ত, রাজেশ চন্দ্র গোপাল অন্যরা।
বক্তরা বলেন, সংখ্যালঘুদের নির্মল করার পরিকল্পনার অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলা ও মাগুরার শ্রীপুরে ধর্মান্তরিত হওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।
আগামীনিউজ/মালেক