বগুড়া: জেলা সদরে ১হাজার ৮০পিস নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (২৪ মার্চ) বিকালে র্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনসন স্পেশাল কোম্পানী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত কামরুল হাসান (২৮) গাবতলী উপজেলার দক্ষিণ সাঘাটিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মঙ্গলবার তাকে বগুড়া শহরের একটি বহুতল মার্কেটের সামনে থেকে নিষিদ্ধ ১ হাজার ৮০ পিস ট্যাপেন্ডা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।
আগামী নিউজ/মালেক