রায়গঞ্জে এসিল্যান্ডের মাক্স বিতরণ 

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি  মার্চ ২৩, ২০২১, ০৬:২৭ পিএম
ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ:  ‘মাক্স পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাসী ৮শ জন নারী-পুরুষের মাঝে মাক্স বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় রায়গঞ্জ বাজারে ও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মাক্সহীন নারী-পুরুষ ও শিশুদের মাঝে মাক্স মুখে পরিয়ে দেন তিনি।

এ সময় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরােধে মাক্স পরা এবং স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।

মাক্স বিতরণকালে রায়গঞ্জ থানা পুলিশের একটি টিম মাক্স বিতরণ কালে সহযোগিতা করেন। 

আগামীনিউজ/মালেক