নাটোরঃ জেলার গুরুদাসপুরে নিজ কক্ষে মাকে গলাকেটে হত্যা করেছে ববি খাতুন নামে এক কিশোরী। প্রবাসী স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি পূরণ না করায় এমন হত্যাকাণ্ড ঘটে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড, স্বর্ণলংকার উদ্ধারসহ কিশোরীকে আটক করে মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পুলিশ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার জানান, প্রবাসী স্বামী সোহেল রানাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য কিশোরী ববি খাতুন তার মা সেলিনা খাতুনের কাছে দাবি জানান। কিন্তু তার মা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে মনমালিন্য হয়। এরপর সোমবার বিকেলে নিজ কক্ষে ব্লেড দিয়ে মা সেলিনাকে গলাকেটে হত্যা করে কিশোরী ববি খাতুন।
খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডকে ভিন্নখাতে দেয়ার চেষ্টা করে ববি খাতুন। পরে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য ববিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাকে হত্যার কথা স্বীকার করে সে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড, ৯ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ববি খাতুনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন তার মামা সুলতান আহমেদ খান।