জয়পুরহাটে আগুনে সর্বশান্ত ৬ পরিবার

জয়পুরহাট সংবাদদাতা মার্চ ২৩, ২০২১, ০৪:৫১ পিএম
ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: পৌর শহরে আগুনে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে সর্বশান্ত হয়েছে ৬টি পরিবার। এ ঘটনায় ৬টি পরিবারের ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। 

সোমবার (২২মার্চ) সন্ধ্যায় শহরের বুলুপাড়া মহল্লার হাজীপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সানাউল হক বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ২টি গরু ও ২টি ছাগল ঘরে থাকা ৩০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া ঘরের চাল, ডাল, কাপড় নগদ টাকা জমির দলিল সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। তবে প্রাথমিক ধারণা থেকে বলা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

খবর পেয়ে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থলে গিয়ে তার নিজস্ব তহবিল হইতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের হাতে ৫ হাজার টাকা এবং ৩০টি কম্বল তুলে দেন।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থদের জন্য দুই ব্যান্ডেল করে ঢেউটিন ও ঘর মেরামত করার জন্য ৬ হাজার টাকা করে প্রদানের কথা জানান জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

আগামীনিউজ/মালেক