ফরিদপুরে আগুনে পুড়ল দুটি গোডাউনের পাট

সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি মার্চ ২৩, ২০২১, ০৩:২২ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ শহরতলীর কানাইপুরে অবস্থিত করিম জুটমিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
 
আজ বেলা সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে কতৃপক্ষ।
 
স্থানীয় ও মিলে কর্মরত শ্রমিকেরা জানান,  বেলা সাড়ে ১১টার দিকে করিম জুটমিলের মধ্যে অবস্থিত ১৯ নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই ২০ নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।
 
এসময় মিল কতৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
 
ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, পাটের গুদামে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষতির পরিমান কতো তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
পরে খবর পেয়ে জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জুটমিলের দুটি গোডাউনে প্রায় সাড়ে চার কোটি টাকার পাট মজুদ ছিল বলে জানা গেছে।
 
আগামীনিউজ/এএস