দেশের মানুষ বোঝা নয় সম্পদ-প্রতিমন্ত্রী জাকির হোসেন

রুহুল  সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি মার্চ ২১, ২০২১, ০৯:৪১ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ সরকারের বোঝা নয়,তারাই দেশের সম্পদ। তাদের শ্রমেই আজ বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ছে।

রবিবার (২১ মার্চ) বিকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার খরখরিয়া ভরট্টপাড়ায় বীরমুক্তিযোদ্ধা শামসুল হক বি.এস.সি কারিগরী স্কুল এন্ড কলেজ পরিদর্শণকালে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডল, বিশিষ্ট সমাজসেবক গোলাম হায়দার, কলেজের অধ্যক্ষ এ,কে,এম রেজাউল করিম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান নুর-ই এলাহী তুহিন প্রমুখ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাসে একনেকে চিলমারী বন্দরের জন্য প্রজেক্ট পাশ হবে। চিলমারী বন্দরের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। চিলমারী বন্দর হবে আন্তর্জাতিক নৌ-রুট। চিলমারী বন্দরে ডগইয়ার্ড থাকবে, মেরিন একাডেমী হবে। এখানে জাহাজ মেরামেত হবে। ব্রহ্মপুত্র নদের ডানতীরের অবশিষ্ট অংশও নদী ভাঙ্গণের হাত থেকে রক্ষা করা হবে। চিলমারী-হরিপুর ব্রীজের কাজ শুরু হয়েছে।

পরে বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধের সংগঠক শামসুল হক বি.এস.সি কারিগরী স্কুল এন্ড কলেজের মাঠে মাটি ভরাটের জন্য দুইলক্ষ টাকা অনুদান  দেয়ার ঘোষণা দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 

আগামীনিউজ/মালেক