মাদারীপুরে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর প্রতিনিধি মার্চ ২১, ২০২১, ০৯:০৫ পিএম
ছবি: আগামী নিউজ

মাদারীপুর: জেলায় করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলার জন্য জনগণকে সচেতন করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। 

রবিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে মাদারীপুর শহরের শকুনী লেকপাড় থেকে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা একটি সচেতনতামুলক জন্য প্রচারণামূলক মটর র‌্যালী বের হয়।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মস্তফাপুর গিয়ে শেষ হয়। র‌্যালী থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক বক্তব্যসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

প্রচারণামূলক র‌্যালীটিতে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, চাউলাউ মারমা, আবির মাহমুদ প্রমূখ।  এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য সদস্যরাও।

জেলা পুলিশ জানিয়েছে জনগণকে করোনা ভাইরাস মোকাবেলায় এধরণের কার্যক্রম চলমান থাকবে।

আগামীনিউজ/মালেক