নবাবগঞ্জে দাম কমানোর দাবিতে মানববন্ধন

শামীম হোসেন সামন ,নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মার্চ ২১, ২০২১, ০৩:৫১ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: চাল, তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন ও গণসমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা কমিটি।

রোববার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে  নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে দাঁড়িয়ে নেতৃবৃন্দ এ মানববন্ধন ও গণসমাবেশ করে।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, ঢাকা জেলা কমিটির সভাপতি আব্দুল বারেক, সাধারন সম্পাদক আজহারুল হক, নাসির উদ্দন পল্লব, নাসির উদ্দিন বাহার আব্দুল জলিল মো. সোহেল প্রমূখ। 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, চিনি, তেলের মূল্যবৃদ্ধির ফলে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে হতাশা তৈরী হচ্ছে।

তারা বলেন, সাধারণ গরীব শ্রেণির মানুষেরা উচ্চমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছে। এতে করে সাধারণ মানুষের জীবনধারন কষ্টসাধ্য হয়ে পড়ছে।  নেতৃবৃন্দ এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বাজার মনিটরিং করার উপর জোর দেওয়ার দাবি জানান।


আগামীনিউজ/মালেক