সুন্দরগঞ্জে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু

মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি মার্চ ১৯, ২০২১, ০৮:৫৬ পিএম
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধাঃ সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে আপন দুই ভাইসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে হযরত আলী (৭), আবির  (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। তিন শিশু সকলের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে। এতে সেখানেই তাদের হতভাগ্য তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাস্তার পাশের গর্তে মাটির নিচে চাপা পড়া এক শিশুর পা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায় গ্রামবাসীরা। এরপর চাপা পড়া মাটির নীচ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। একই সঙ্গে তিন শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্যাহেল জামান বিষয়টি নিশ্চিত করে আগামী নিউজকে জানান, সকলের অগচরে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দু:খজনক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ শিশুর লাশ উদ্ধার করেছে।

আগামীনিউজ/এএস