শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

রানা আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি জেলা প্রতিনিধি মার্চ ১৯, ২০২১, ১০:৫৪ এএম
সংগৃহীত

সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলাঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৬), একই গ্রামের আজগর আলীর ছেলে সাকিব (১৭) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজিচালক আশিক (২০)।
 
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আগামীনিউজকে জানান, রাত আড়াইটার দিকে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাস পাম্প থেকে গ্যাস তুলে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিক যাছিল। অপরদিক একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডের দিক থেকে বাঘাবাড়ির দিক যাছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় ও সিএনজির চালকসহ ৩জন পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। 

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয় থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রাতেই পরিবারের সদস্যদের কাছে মরহেদহ হস্তান্তর করা হয়েছে ও হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


আগামীনিউজ/মালেক